কারাগারে চুল্লি বসিয়ে হাজারো বন্দির লাশ পুড়িয়েছে সিরিয়া

কারাগারে চুল্লি বসিয়ে হাজারো বন্দির লাশ পুড়িয়েছে সিরিয়া

শেয়ার করুন

_96061158_sprison1বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার একটি সামরিক কারাগারে চুল্লী বসিয়ে হাজার হাজার বন্দির লাশ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের অভিযোগ, একটি সামরিক কারাগারে বন্দীদেরকে হত্যার পর প্রমাণ লুকানোর জন্য কারাগারের ভেতরেই একটি চুল্লী স্থাপন করে সিরিয়া সরকার। যার ভেতরে ঢুকিয়ে বন্দীদের লাশ পুড়িয়ে ফেলেছে তারা।

ক্রিমেটোরিয়াম হচ্ছে একধরণের বৈদ্যুতিক চুল্লী, যার মধ্যে মৃতদেহ ভস্ম করা হয়। মধ্যপ্রাচ্য থেকে শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিবিদ স্টুয়ার্ট জোনস জানান, সিরিয়ার সেডনায়াতে একদিনে ৫০ জন পর্যন্ত বন্দীকে ফাঁসীতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেখানে বন্দীদের ওপর নৃশংসতা চালানো হয়েছে এবং এটা হয়েছে রাশিয়া ও ইরানের নিঃশর্ত সমর্থনে।

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে সিরিয়ার কর্তৃপক্ষ বন্দী হত্যার প্রমাণ সরিয়ে ফেলবার জন্য এক ধরণের চুল্লী বা ক্রিমেটোরিয়াম স্থাপন করেছিল। এ ব্যাপারে তথ্য-প্রমাণও হাজির করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মধ্যে রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ক্রিমেটোরিয়ামের ছবি। তবে নতুন এই অভিযোগ সম্পর্কে সিরিয়ার সরকারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।