কাবুলে বোমা বিস্ফোরণ, নিহত ৮০ আহত ৩৫০

কাবুলে বোমা বিস্ফোরণ, নিহত ৮০ আহত ৩৫০

শেয়ার করুন

_96282278_mediaitem96282275এটিএন টাইমস ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট বাসভবনের কাছে ও বিদেশি দূতাবাস এলাকায় শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ হামলায় ৮০জন নিহত হয় এবং আহত হন ৩৫০ জন মানুষ।

কাবুলরয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা। এরপরই পুরো এলাকা জুড়ে ধোয়ার কুন্ডুলি দেখা যায়। কাবুল পুলিশ কর্তৃপক্ষ জানায়, ভারতীয় ও জার্মান দূতাবাসের খুব কাছে ঘটানো এ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। কাবুলের এই অংশে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তর রয়েছে।

এদিকে এনডিটিভি জানায়, ভারতীয় দূতাবাস থেকে কয়েকশ মিটার দূরে ওই বিস্ফোরণে প্রায় ৬ জন আহত হয়েছে। তবে ভারতীয় দূতাবাসের সব কর্মী নিরাপদ আছেন বলে জানানো হয়। এ ছাড়া বিস্ফোরণস্থল তীব্রতায় আশেপাশের কয়েকশ মিটার দূরে ঘরবাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।