কাবুলের একটি পুলিশ স্টেশনের সামনে বোমা বিস্ফোরণে নিহত ১৪

কাবুলের একটি পুলিশ স্টেশনের সামনে বোমা বিস্ফোরণে নিহত ১৪

শেয়ার করুন

ap_19219307938989_wide-acece898ad27b4b65a3f89b6a35f3b8b0b8ddac9-s800-c85বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ স্টেশনের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত দেড়শো জন। হতাহতদের বেশীরভাগই বেসামরিক নাগরিক।

তালেবানের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই এই বোমা হামলা চালানো হলো। শান্তি আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে বলে, এর আগে জানিয়েছিলো উভয় পক্ষ। এই হামলায় গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ঘটনায় ট্রাক বোমার বিস্ফোরণ ঘটনো হয়েছে বলে দাবি করেছে তালেবান।

পুলিশ নিয়োগ কেন্দ্রের বাইরে এই হামলায় বহু সংখ্যক পুলিশ ও সেনা সদস্যের প্রাণহানির দাবিও করে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ স্টেশনের সামনে একটি চেকপয়েন্টে বিস্ফোরকভর্তি গাড়িটি তল্লাশীর জন্য থামানো হয়। এ সময় রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটনো হয়।