কানাডা, মেক্সিকো ও ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

কানাডা, মেক্সিকো ও ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

শেয়ার করুন

_101836872_gettyimages-925935800
বিশ্বসংবাদ ডেস্ক :

কানাডা, মেক্সিকো  এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যথাক্রমে ২৫ ও ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ।

শুক্রবার মধ্যরাত থেকে এই শুল্ক আরোপ কার্যকর হবে বলে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস টেলিফোনে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, একদিকে কানাডা ও মেক্সিকো এবং অন্যদিকে ইউরোপীয় কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। কেনো না এই সমস্যা্র সাথে সমাধানের মতো আরো অনেক সমস্য মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা চুক্তিতে উপনীত হতে প্রয়োজনের তুলনায় আরো অনেক বেশী সময় লাগবে বলে মন্তব্য করেন রস।

তিনি আরো বলেন, ইউরোপের সাথে এ ব্যাপারে কথাবার্তা অনেকটা এগিয়ে গেলেও বাড়তি ছাড়ের ব্যাপারে কোন অগ্রগতি হয়নি।