কলম্বিয়ায় ভূমিধস: জরুরী অবস্থা জারি, মৃতের সংখ্যা বেড়ে ২৬২

কলম্বিয়ায় ভূমিধস: জরুরী অবস্থা জারি, মৃতের সংখ্যা বেড়ে ২৬২

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কলম্বিয়ায় ভূমিধসের ঘটনার পর জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

দেশটির প্রেসিডেন্ট জোয়ান ম্যানুয়েল সান্তস ভূমিধসের ঘটনার পর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরী অবস্থা জারি করেন। নিহতদের ৪৪ জনই শিশু বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো নিখোঁজ রয়েছে ২শ’ ২০ জন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের মোকোয়ায় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪ শতাধিক মানুষকে। তাদের অনেককেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতভর অতিবৃষ্টি এবং নদীর উচ্চতা বিপথসীমা ছাড়িয়ে যাওয়ায়, এ অবস্থার সৃষ্টি হয়। পানি ও কাদার নিচে চাপা পড়ে আছে প্রাদেশিক রাজধানী মোকোয়ার বেশিরভাগ এলাকা।

উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এক হাজারেরও বেশি সেনা ও পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গোটা এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।