কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের অস্ত্রবিরতির ঘোষণা

কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের অস্ত্রবিরতির ঘোষণা

শেয়ার করুন

_90951203_mediaitem90951202

বিশ্বসংবাদ ডেস্ক :

কলম্বিয়া সরকারের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তির শর্ত মেনে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘ফার্ক’। অন্যদিকে আগে থেকেই অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে রেখেছে কলম্বিয়া সরকারও।

গেরিলা দলটির এক মুখপাত্র জানিয়েছেন, রোববার মধ্যরাত থেকে হামলা বন্ধ রাখবে তারা। দু’পক্ষের এই অস্ত্রবিরতির ঘোষণার মধ্য দিয়ে, দেশটিতে ৫২ বছর ধরে চলে আসা সহিংস বিদ্রোহী ইতিহাসের সমাপ্তি ঘটতে চলেছে।

গত বুধবার কিউবার রাজধানী হাভানায় বিদ্রোহের অবসান ঘটাতে, ফার্ক বিদ্রোহী ও কলম্বিয়া সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী ফার্ক গেরিলারা সশস্ত্র বিদ্রোহের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবে। সেইসঙ্গে বিদ্রোহীদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবে সরকার।

চলতি বছর সেপ্টেম্বরে ফার্ক নেতারা ওই শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে বৈঠকে বসবেন। ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর  পর্যন্ত ফার্ক-এর নিয়ন্ত্রণে থাকা কলম্বিয়ার দক্ষিণাঞ্চলেই ওই আলোচনা  অনুষ্ঠিত হবে।