কর্মসংস্থানের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের নতুন নেতা ম্যানানগাওয়ারের

কর্মসংস্থানের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের নতুন নেতা ম্যানানগাওয়ারের

শেয়ার করুন

4654বিশ্বসংবাদ ডেস্ক :

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন এমন্যানগাগওয়া দেশটিকে পুনর্গঠনের জন্য গণতন্ত্রের বিকাশ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। এক সপ্তাহ ধরে চলা জিম্বাবুয়ের রাজনীতিতে ব্যাপক পালাবদলের পর, সম্প্রতি জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ কথা জানান।

ধারনা করা হয় জিম্বাবুয়ের প্রায় নব্বই শতাংশ মানুষ কর্মহীন। এমন্যানগাগওয়ার এই ঘোষণায় দেশটির ক্ষমতাশীল দল জানু-পিএফ পার্টির সদর দফতরের সামনে উল্লাসে ফেটে পড়ে জনতা।

মুগাবের ৩৭ বছরের শাসনের অবসান হলে দেশে ফেরার আগে তিনি দেখা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সাথে। রবার্ট মুগাবে পদত্যাগ করায় তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। আগামী শুক্রবারই তাঁর দায়িত্ব নেয়ার কথা।

দেশে ফিরে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সদ্য সাবেক প্রেসিডেন্ট মুগাবে তাঁর স্ত্রী গ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার প্রক্রিয়া হিসেবে এমারসনকে বরখাস্ত করেছিলেন।