ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কাতারের

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা কাতারের

শেয়ার করুন

কাতারবিশ্বসংবাদ ডেস্ক :

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ-ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে তেলসমৃদ্ধ দেশ কাতার।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি সোমবার এ ঘোষণা দেন। এছাড়া কাতার পেট্রোলিয়ামের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। ইতোমধ্যেই ওপেককে কাতারের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি জানিয়েছেন, জ্বালানি উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করছে কাতার। তাই ওপেক ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রাকৃতিক গ্যাস শিল্পের উন্নয়নে তাদের নতুন পদক্ষেপ। বছরে তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি উৎপাদন ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১১০ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন ওপেক সম্মেলনের আগে সংস্থাটি ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিলো কাতার।