এ সপ্তাহেই পদত্যাগের তারিখ স্থির করতে পারেন থেরেসা মে

এ সপ্তাহেই পদত্যাগের তারিখ স্থির করতে পারেন থেরেসা মে

শেয়ার করুন

_103259859_mediaitem103259858বিশ্বসংবাদ ডেস্ক :

এ সপ্তাহেই পদত্যাগের তারিখ স্থির করতে পারেন ব্রিটিশ প্রধানসন্ত্রী থেরেসা মে। কনজারভেটিভ ব্যাকবেঞ্চ নাইন টিন টুয়েনটি টু কমিটির প্রেসিডেন্ট স্যার গ্রাহাম ব্রাডি এ মন্তব্য করেছেন।

গত মার্চ মাসে মে ঘোষণা দিয়েছিলে পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি আনুমোদন করলে তখনই তিনি সরে দাঁড়াবেন। তবে কোন চুক্তিতে পৌঁছানো না গেলে কতদিন তিনি ক্ষমতায় থাকতে চান সেটা পরিস্কার করেননি।  বিবিসি রেডিও ফোর’স দ্য উইক ইন ওয়েস্ট মিনিস্টার আনুষ্ঠানে এসব কথা বলেন স্যার ব্রাডি। থেরেসা মে বলেছেন, পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলে তিনি পদত্যাগ করবেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন কয়েকজন এমপি। বুধবার মে’র সঙ্গে আলোচনায় এ বিষয়ে পরিস্কার সমঝোতার প্রত্যাশা করেন স্যার গ্রাহাম ব্রাডি।

থেরেসা মে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী বা কনজাভেটিভ পার্টির পদের জন্য লড়তে অস্বীকৃতি জানান স্যার ব্রাডি। তিনি বলেন, নাইনটিন টুয়েনটি টু কমিটি থেরেসা মে’কে তার ভবিষ্যত পরিকল্পনা পরিস্কার করার আহ্বান জানিয়েছে। জবাবে নির্বাহীদের সঙ্গে সাক্ষাতের কথা বলেছেন মে।