এবার ভারতীয় কুটনীতিককে বহিস্কার

এবার ভারতীয় কুটনীতিককে বহিস্কার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কুটনীতিক বহিস্কারের জেরে এবার ভারতীয় এক কুটনীতিক সুরজিৎ সিংকে বহিস্কার করেছে ইসলামাবাদ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে সপরিবারে পাকিস্তান থেকে দেশে ফিরে যাবার আদেশ দেয়া হয়। দ্যা ডন জানায়, ভারতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিস্কারের পর পাল্টা হিসেবে ভারতীয় এই কূটনীতিককে বহিষ্কার করলো দেশটি।

ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে জরুরি তলব করা হয়।

সেখান থেকে তাকে যত দ্রুত সম্ভব ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতেও যাতে পাকিস্তান দূতাবাসে বসে এই ধরনের কাজ না হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে পাক রাষ্ট্রদূতকে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটলো।