উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা গ্রহণযোগ্য নয়: পুতিন

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা গ্রহণযোগ্য নয়: পুতিন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সম্প্রতি পারমাণবিক পরীক্ষাগুলো গ্রহণযোগ্য নয়। তবে,কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ সমাধান জরুরি।উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য হুমকি নয়, বিশ্বের উচিত উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা।

সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে এ কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব উল্লেখ করে পুতিন বলেন, অতীতে পিয়ংইয়ং-এর সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।।

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তিনি বলেন, এ তৎপরতা মস্কোর জন্যে হুমকি নয়। তবে এটা ঠিক যে, এর ফলে সংকট আরও বাড়বে। যা কেউই আশা করে না।