ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় ১৫ সরকার সমর্থিত সেনা নিহত

ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় ১৫ সরকার সমর্থিত সেনা নিহত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ইয়েমেনের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন সরকার সমর্থক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।

সামরিক ও নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার হুতি বিদ্রোহী ও তাদের সহযোগীরা হাজ্জা প্রদেশের মিদি বন্দর দখলের জন্য সেনাসদস্যদের ওপর হামলা চালায়। এতেই ১৫ জনের হতাহতের ঘটনা ঘটে।

তবে বিদ্রোহীদের আক্রমণের খবরে, পাল্টা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। পরপর ১৫টি হামলায় শেষ পর্যন্ত বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ইয়েমেনের রাজধানী সানাতেও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইয়েমেন সরকারের অনুরোধে ২০১৫ সাল থেকে অভিযান শুরু করে সামরিক জোট। অব্যাহত লড়াইয়ে এ পর্যন্ত ৭ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।