ইসলামাবাদে আয়োজিত এপিসিটিটি সম্মেলন বয়কট করলো ভারত

ইসলামাবাদে আয়োজিত এপিসিটিটি সম্মেলন বয়কট করলো ভারত

শেয়ার করুন

india-pakistan-flag-759
বিশ্বসংবাদ ডেস্ক :

সার্ক শীর্ষ সম্মেলনের পর পাকিস্তানকে আবারো বয়কট করলো ভারত। ইসলামাবাদে আয়োজিত আঞ্চলিক টেকসই উন্নয়ন নিয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রযুক্তি হস্তান্তর কেন্দ্রের এপিসিটিটি সম্মেলনে যোগ দেয়নি ভারত। শুধু ভারত নয়, সোমবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ও ইরানও যোগ দেয়নি।

বুধবার টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রাথমিকভাবে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্মেলনে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছিল। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে ভারতীয় প্রতিনিধিরা তাদের সফর বাতিল করেন।

গত নভেম্বরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনেও যোগ দেয়নি ভারত। এবার ইসলামাবাদ সম্মেলনে চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম অংশ নেয়। এই সম্মেলন থেকে ২০১৭ সালের জন্য কয়েকটি প্রকল্প পাস করা হবে বলে জানা গেছে।