ইরান বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে : মাইক পম্পেও

ইরান বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে : মাইক পম্পেও

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র ইরান ও সিরিয়ার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেনিয়ামিন সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।

মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে তার দেশ ইরান ও সিরিয়ার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখবে। পম্পেও আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়া সত্ত্বেও এ নীতি অনুসরণ করবে যুক্তরাষ্ট্র।

পম্পেও আরো বলেন, ইরানের আগ্রাসন থেকে ইসরাইয়েলকে রক্ষা করতে সর্বদা পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এছাড়া পম্পেও এসময় বলেন, সিরিয়া থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের পাশে ছিল, সেনা প্রত্যাহারের পরও একই ভাবে পাশে থেকে সাহায্য করবে।