ইরান থেকে সিরিয়ায় রুশ বিমান হামলা অব্যাহত, দুদিনে দেড়শ নিহত

ইরান থেকে সিরিয়ায় রুশ বিমান হামলা অব্যাহত, দুদিনে দেড়শ নিহত

শেয়ার করুন

_90806616_mediaitem90806592

বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের ঘাঁটি ব্যবহার সিরিয়ায় রুশ বিমান হামলা এখনো অব্যাহত রয়েছে। দু’দিনে অন্তত দেড়শ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্য দিয়ে জাতিসংঘ আইন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ কর্তৃপক্ষ।

আল-জাজিরা জানায়, বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, সিরিয় সরকারের অনুরোধে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের অংশ হিসেবে ইরান থেকে সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। তেহরানের সঙ্গে কোনোপ্রকার লেনদেন মস্কো করেনি বলেও জানান তিনি।

এর আগে গত ১৬ই আগস্ট প্রথমবারের মতো ইরানের ঘাঁটি ব্যবহার করে আইএস বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। মঙ্গলবার ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে আইএস এবং আল নুসরা ফ্রন্ট-বিরোধী অভিযানের অংশ নেয় রাশিয়ার SU-34 এবং TU-22M-3 নামের দুটি বোমারু বিমান।