ইদলিব থেকে ৩০ হাজারের বেশি মানুষ পালিয়েছে

ইদলিব থেকে ৩০ হাজারের বেশি মানুষ পালিয়েছে

শেয়ার করুন

4496বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার ইদলিবে অভিযান শুরুর পর সেখান থেকে ৩০ হাজারেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ায় বিদ্রোহীদের শেষ বড় ঘাঁটি ইদলিব পুনরুদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছে সিরিয় ও রুশ বাহিনী। অভিযানের মুখে ইদলিব থেকে ৩০ হাজার ৫৪২ জন বাস্তুচ্যুত হয়ে অন্য এলাকায় চলে গেছে। যারা হামা, লাটাকিয়া ও আলেপ্পো থেকে এসে ইদলিবে আশ্রয় নিয়েছিল। এর বাইরেও প্রায় আট লাখ বেসামরিক বাসিন্দা পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় দপ্তর-ওসিএইচএ-র প্রধান মার্ক লোকক।

ইদলিবে অস্ত্রবিরতি করা নিয়ে শুক্রবার তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের এক বৈঠক ব্যর্থ হয়। এরপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ফের প্রদেশটিতে বিমান হামলা শুরু করে।