‘ইদলিবে বিদ্রোহীদের অবস্থানে তুরস্ক ও রাশিয়া যৌথভাবে সামরিক অভিযান চালাবে’

‘ইদলিবে বিদ্রোহীদের অবস্থানে তুরস্ক ও রাশিয়া যৌথভাবে সামরিক অভিযান চালাবে’

শেয়ার করুন

645x380-turkey-russia-discussing-possible-operation-in-syrias-idlib-lavrov-says-1535549769081বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের অবস্থানে তুরস্ক ও রাশিয়া যৌথভাবে সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ।

বুধবার মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জোবায়েরের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত কয়েকমাসে মস্কো ও আঙ্কারার মধ্যে এই বিষয় নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তিনি বলেন, মস্কোতে তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং বিশেষ বাহিনীর প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকদিনের আলোচনার অন্যতম ইস্যু ছিল ইদলিব।

ইদলিবকে সন্ত্রাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আখ্যা দিয়ে ল্যাবরভ বলেন, মস্কো ও আঙ্কারার মধ্যে পুরোপুরিভাবে রাজনৈতিক বোঝাপড়া রয়েছে যে, সাধারণ সশস্ত্র বিদ্রোহীদের থেকে আল নুসরা ফ্রন্টকে আলাদা করার সময়েই, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি রাখতে হবে। আর এর সবকিছুই করার সময়, বেসামরিক জনগোষ্ঠীর যেকোনও ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।