ইদলিবকে অসামরিক এলাকা ঘোষণা করতে একমত রাশিয়া ও তুরস্ক

ইদলিবকে অসামরিক এলাকা ঘোষণা করতে একমত রাশিয়া ও তুরস্ক

শেয়ার করুন

_103468688_mediaitem103468684বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার ইদলিবকে অসামরিক এলাকা ঘোষণা করতে একমত হয়েছে রাশিয়া ও তুরস্ক।

দুদেশের মধ্যে ঐক্যমতের কারণে বন্ধ হলো ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদ বাহিনীর সর্বাত্বক অভিযান।কৃষ্ণ সাগরতীরবর্তি অবকাশযাপন কেন্দ্র সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ

এরদোয়ানের মধ্যে বৈঠকে পর সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত এই অসামরিক এলাকা অক্টোবরের ২০ তারিখ থেকে কার্যকর হবে।

তিনি বলেন অক্টোবরের মধ্যে সকল বিদ্রোহী দলগুলো কাছ কাছ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হবে। ইদলিব থেকে আল-নুসরা ফ্রন্টসহ সকল উগ্রবাদী সংগঠনের যোদ্ধাদের হঠিয়ে দেয়া হবে। আসাদের প্রধান মিত্র হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্ট আরো বলেন ২০১৮ সালের শেষভাগের সিরিয়ার প্রধান শহর আলেপ্পো ও হামার সংগে সিরিয়ার অন্যতম প্রধান বন্দর লাতাকিয়ার যোগাযোগ ব্যবস্থা পূন:স্থাপন করা হবে। সংবাদ সম্মলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন অসামরিক এলাকায় যৌথ টহলের ব্যবস্থা করবে রাশিয়া ও তুরস্ক।