ইতালিতে করোনা শনাক্তে রেকর্ড

ইতালিতে করোনা শনাক্তে রেকর্ড

শেয়ার করুন

EU

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউরোপজুড়ে আবারো প্রলয় সৃষ্টি করেছে করোনাভাইরাস। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের পর এবার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখলো ইতালি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা শনাক্তে রেকর্ড হয়েছে ইতালিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইতালিতে করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন।

মঙ্গলবার ইতালিতে ১২ লাখ ৩০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৩২১ জনের।

সোমবার আইসিইউতে ভর্তি করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫১। গতকাল এই সংখ্যা বেড়ে হয় ১ হাজার ৩৯২।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন।