ইইউ হতাশ

ইইউ হতাশ

শেয়ার করুন

_105207850_maycomposite.gifনিজস্ব প্রতিবেদক :

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। যুক্তরাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে শিগগিরই ইইউকে অবহিত করার জন্য তাগিদ দিয়েছেন সংস্থাটির নেতারা।

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। এ লক্ষে ব্রেক্সিট পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে সমঝোতায় পৌঁছান থেরেসা মে। তবে, উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়াকেই একমাত্র সমাধান মনে করছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। টুইট বার্তায় টাস্ক লিখেছেন: ‘চুক্তির অনুমোদন পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েঁছে।

চুক্তিবিহীন ব্রেক্সিটকেও কেউ সমর্থন দিতে চাচ্ছে না। তাহলে, একমাত্র ইতিবাচক সমাধান কোনটি তা শেষ পর্যন্ত সাহস করে কে বলতে পারে?’ ব্রেক্সিট পরিকল্পনা প্রস্তাব পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড টাস্কের মুখপাত্র। যত দ্রুত সম্ভব পরবর্তী পদক্ষেপ ইইউকে জানাতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।