ইইউ’কে হুমকি এরদোয়ানের

ইইউ’কে হুমকি এরদোয়ানের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শরণার্থী বিষয়ক চুক্তি বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার এক সমাবেশে এই হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেন, ভিসাবিহীন ভ্রমণের ক্ষেত্রে ইইউ তাদের সময় নষ্ট করছে।

তাই শরণার্থী বিষয়ক চুক্তি পুনর্বিবেচনা করবেন তারা। এসময় মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর নেয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনাও করেন তুর্কি প্রেসিডেন্ট। ইউরোপের দেশগুলোতে তুরস্কের সমাবেশে বাধা দেওয়ার পর, ইইউ’র সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপেড়েন শুরু হয়। চলতি মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে নেদারল্যান্ডসে রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধ করে শহর কর্তৃপক্ষ।

পরে দেশটির পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকেও সেখানকার তুর্কি কনসুলেটে প্রবেশ আটকে দেয় ডাচ পুলিশ। এছাড়া নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের বিক্ষোভে লাঠিচার্জ করে ডাচ পুলিশ।