আসাম ও বিহারে বন্যায় নিহত অর্ধশতাধিক

আসাম ও বিহারে বন্যায় নিহত অর্ধশতাধিক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও বিহারে বন্যায় গত এক সপ্তাহে মারা গেছে কমপক্ষে ৫২ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০ লাখ মানুষ।

কয়েকদিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার হেলিকপ্টারে করে আসামের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে দেখেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

পরে রাজ্যের রাজধানী গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতি সত্যিই আশঙ্কাজনক। ২৮টি জেলায় এক সপ্তাহে মারা গেছে অন্তত ২৬ জন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ লাখ মানুষ।

রাজ্য মুখ্যমন্ত্রীকে সবরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার ত্রাণের ব্যাপারে সবধরনের সাহায্য পাঠাবে। এদিকে বিহারেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

২৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২২ লাখ মানুষ।

রাজ্যের ৩৫০টি শিবিরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধারকাজে অংশ নিয়েছে সেনাবাহিনী।