আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান, নিহত ৬

আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান, নিহত ৬

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার নগরীর প্রান্তে অবস্থান করা বিদ্রোহীদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন অভিযান।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, আতারেব জেলায় বিদ্রোহীদের শেল হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে সিরিয়ান অবজারভেটরি জানায়, বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। দিনভর আতারেব জেলা ও তার নিকটবর্তী গ্রামের আকাশে যুদ্ধবিমানগুলোকে টহল দিতে দেখা গেছে। তবে ওই যুদ্ধ বিমানটি সিরীয় বাহিনীর ছিল, নাকি রুশ বাহিনীর তা নিশ্চিত হওয়া যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সানা জানায়, শনিবার যখন কিছু স্থানীয় অধিবাসী ঘরে ফিরে যাচ্ছিলেন, তখন পূর্ব আলেপ্পোর সুক্কারি এলাকার একটি স্কুলে বোমা হামলা চালায় বিদ্রোহীরা। ওই স্কুলটিতে বিস্ফোরক মজুদ রাখতো বিদ্রোহীরা। ওই বিস্ফোরণে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তারা সামরিক না বেসামরিক নাগরিক, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।