আমার হৃদয় ভেঙ্গে গেছে: আরিয়ানা

আমার হৃদয় ভেঙ্গে গেছে: আরিয়ানা

শেয়ার করুন

_96168625_48df23e2-25b0-433a-b6e8-2fe77a126901বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটেনের ম্যানচেস্টারে ইনডোর স্টেডিয়ামে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে বিস্ফোরণে নিহত হয়েছে ২২ জন আর আহত হয়েছে অন্তত ৫৯ জন। আরিয়ানা গান গেয়ে মঞ্চ ছাড়ার পর এই হামলা হয়। তিনে নিজে অক্ষত আছেন। তবে তার কনসার্টের এত বড় হামলার পর স্বভাবতই শোকাচ্ছন্ন ২৩ বছর বয়স্ক আরিয়ানা।

ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, “আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি”।

হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। আরিয়ানা টিন-এজারদের মধ্যে জনপ্রিয় হওয়ায় সেখানে উপস্থিত বেশীর ভাগই টিন-এজ।

চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া আরিয়ানা গ্রান্দের ইউরোপ ট্যুরের মাঝামাঝি সময়ে এসে এই হামলার ঘটনা ঘটলো। বার্মিংহাম এবং ডাবলিনে এর আগেই তিনি পারফর্ম করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার তার লন্ডনের ওটু এরিনাতে গান গাওয়ার কথা রয়েছে।