আবারো জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

আবারো জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

দেয়াল নির্মাণের জন্য অনুমোদন না পেলে আবারো জরুরি অবস্থা জারির হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পুরোপুরি এখতিয়ার তার রয়েছে।

দুই পক্ষের আলোচনায় অচলাবস্থা চলার মধ্যেই বৃহস্পতিবার টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালির ম্যাকঅ্যালেনে একটি সীমান্ত টহল স্টেশন পরিদর্শনে যান ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ অনুমোদনের প্রশ্নে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা না হওয়ায় ২০ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে চলছে আংশিক শাটডাউন। তারপরও দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় রয়েছেন ট্রাম্প। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে।

সম্প্রতি প্রতিনিধি পরিষদ একটি বাজেট বিল পাস করলেও তাতে মেক্সিকো সীমান্তের জন্য তহবিল বরাদ্দ রাখা হয়নি। আবার ট্রাম্পও জানিয়ে দিয়েছেন : অচলাবস্থা দীর্ঘায়িত হলেও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না। সর্বশেষ বুধবার এই ইস্যুতে ডেমোক্রেট নেতাদের সঙ্গে বৈঠকের আগে ওয়াকআউট করেন ট্রাম্প।