আবারও কঙ্গোতে ছড়িয়ে পড়ছে ইবোলা, স্বাস্থ্য সতর্কতা জারি

আবারও কঙ্গোতে ছড়িয়ে পড়ছে ইবোলা, স্বাস্থ্য সতর্কতা জারি

শেয়ার করুন

_93103276_gettyimages-484772696
বিশ্বসংবাদ ডেস্ক :

কঙ্গোতে আবারও প্রাণঘাতি ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে অন্তত তিনজেনর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা -‘ডব্লিউএইচও’ এই তথ্য নিশ্চিত করেছে।

কঙ্গোর উত্তরাঞ্চলীয় বাস-উয়েলে প্রদেশে এপ্রিলের শেষভাগে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত তিনজন ইবোলায় আক্রান্ত হয়ে মারা যান। এক টুইটার বার্তায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ল্যাব পরীক্ষায় ইবোলার অস্তিত্ব ধরা পড়েছে। এরপর দেশজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে, কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলার জন্য জনস্বাস্থ্য সচেতনতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব না দেওয়াকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপদ্রুত এলাকায় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে সংস্থাটি।

এর আগে ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। তখন বেশি আক্রান্ত হয়েছিল গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া। ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৪০ জনের মৃত্যু হয়।