আন্তর্জাতিক গণমাধ্যমে হোলি আর্টিজান মামলার রায়

আন্তর্জাতিক গণমাধ্যমে হোলি আর্টিজান মামলার রায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করেছে হোলি আর্টিজান মামলার রায়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের অনলাইনে ব্রেকিং নিউজ হিসেবে স্থান দিয়েছে। তাদের শিরোনামে বলা হয়েছে : ২০১৬ সালে ক্যাফে হামলায় ৭ বাংলাদেশি ইসলামিস্টকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আলজাজিরার অনলাইনেও এই খবরটি ব্রেকিং নিউজ হিসেবে স্থান পেয়েছে। তাদের শিরোনামে বলা হয়েছে, হোলি আর্টিজান ক্যাফে হামলার ঘটনায় ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একজনকে খালাস দেয়া হয়েছে। চীনের সিনহুয়ানেট ডটকম শিরোনাম করেছে, ২০১৬ সালে ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলার রায়ে ৭ জঙ্গির মৃত্যুদণ্ড।

একই ধরণের শিরোনাম ছেপেছে চায়না ডট ওআরজি। সানফ্রান্সিসকো ক্রনিকল অনলাইন তাদের শিরোনামে লিখেছে : ক্যাফেতে হামলায় সরাসরি জড়িত থাকার দায়ে ৭ উগ্রপন্থিকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।