আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

2046বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপরাধের বিচার শুরু করলে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ওয়াশিংটনে রক্ষণশীল গোষ্ঠী  ফেডারেলিস্ট সোসাইটিতে বক্তব্য রাখবেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সেখানে এ ধরণের ঘোষণা দিতে পারেন তিনি। এরইমধ্যে বোল্টনের বক্তব্যের খসড়া হাতে পাওয়ার দাবি করেছে রয়টার্স।

এর ভিত্তিতে বার্তা সংস্থাটি জানিয়েছে, সোমবারের বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ঘোষণা করবেন তিনি। খসড়ায় লেখা রয়েছে, মার্কিন নাগরিক ও মিত্রদেরকে এ অবৈধ আদালতের অন্যায্য বিচার থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করলে বিচারপতি ও প্রসিকিউটরদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং আর্থিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হবে।