আইএস রুখতে সিরিয়ায় আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক

আইএস রুখতে সিরিয়ায় আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক

শেয়ার করুন

আইএস রুখতে সিরিয়ায় আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক

বিশ্ব সংবাদ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে অভিযানে সিরিয়ার উত্তরাঞ্চলে আরও ট্যাংক পাঠিয়েছে তুরস্ক।

তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার তুরস্কের কিলিস শহরের অদূরে সীমান্ত পেরিয়ে তুর্কি ট্যাংক সিরিয়ায় ঢুকে পড়ে। এরপর সিরিয়ার ভূখণ্ডে গোলার শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। তুর্কি সেনাবাহিনীর অভিযানের মুখে বেসামরিক লোকজন পালিয়ে যায়।

তুরস্ক-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, তারা অন্তত ৮টি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে। ২০টি ট্যাংক, অস্ত্রসজ্জিত পাঁচটি সাঁজোয়া যানসহ ভারী অস্ত্রে সজ্জিত তুর্কী গোলন্দাজ বাহিনী আইএসের অবস্থানে হামলা অব্যাহত রেখেছে।

সবশেষ এই হামলা চলছে জারাবলুস শহরের ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গত সপ্তাহে তুর্কি বাহিনী প্রথমবারের মতো সিরিয়ায় ঢুকে জারাবলুসে অভিযান চালায়।