অস্ত্রবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলের হামলা

অস্ত্রবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলের হামলা

শেয়ার করুন

4f33469f00a944ceb8e4f8a83f5afd39_18বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের সঙ্গে অস্ত্রবিরতি সমঝোতা লঙ্ঘন করে সেখানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্ট লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক হামলা চালায়। তবে তাতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার সকালে ইসরায়েলি ট্যাংক হামাসের পর্যবেক্ষণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় সীমান্ত অবৈধ অনুপ্রবেশের জবাবে ওই হামলা চালানো হয়। তবে এই হামলার পর দিনভর ইসরায়েল আর বড় ধরনের কোনও হামলা চালায়নি।

হামাসের তরফ থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে কোনও মর্টার ছোঁড়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সব ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে অস্ত্রবিরতির সম্মতি ছিল। তবে তিনি বলেন, জ্বালানিসহ বেলুন আর ঘুড়ি ব্যবহার করে ইসরায়েলের ভূখণ্ডে না পাঠানোর বিষয়ে কোনও সম্মতি হয়নি।