অস্ট্রেলিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধ করার পক্ষে বিপুল সমর্থন

অস্ট্রেলিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধ করার পক্ষে বিপুল সমর্থন

শেয়ার করুন

54বিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রেলিয়ায় সমলিঙ্গের বিয়ের বৈধ করার পক্ষে অনুষ্ঠিত ভোট বিপুল সমর্থন পেয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে এই ঐতিহাসিক ভোট অনুষ্ঠিত হয়। বুধবার অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো ভোটের ফলাফল প্রকাশ করে জানায়, সম লিঙ্গের বিয়ের পক্ষে ৬১ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। এই ঘোষণার পরই উল্লাস প্রকাশ করেন সমলিঙ্গের বিয়ের দাবিতে আন্দোলন করে আসা মানুষ।

_98756547_551d9905-4dd2-45b4-93e4-1422dd05d3acরংধনু পতাকা হাতে নেচে গেয়ে তারা এই বিজয় উদযাপন করেছেন। সমলিঙ্গের বিয়ের বৈধতার জন্য আইন পরিবর্তন করতে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মানুষ আন্দোলন করে আসছিলেন। ভোটে জয়ের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আশ্বাস দিয়েছেন, আসছে ক্রিসমাসের আগেই দেশটির পার্লামেন্টে এই আইন পাসের উদ্যোগ নেয়া হবে।