অস্ট্রেলিয়ায় বিতর্কিত শরনার্থী শিবির কারাবাস বন্ধ হচ্ছে

অস্ট্রেলিয়ায় বিতর্কিত শরনার্থী শিবির কারাবাস বন্ধ হচ্ছে

শেয়ার করুন

_90816368_gettyimages-545183272

এটিএন টাইমস ডেস্ক:

পাপুয়া নিউগিনিতে থাকা বিতর্কিত শরনাথী শিবির কারাবাস বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার।

বুধবার পাপুয়া নিওগিনির প্রধানমন্ত্রী পিটার ও নেইল এবং অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পুটার ডাটন এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করেন। এতে উভয় মন্ত্রীই ম্যানাস দ্বীপে থাকা ওই বিতর্কিত শরনাথী কারাগার বন্ধে রাজি হন।

মূলত এর আগে শরনাথী প্রাথীদের বন্দিশালাতে রাখার বিষয়টি দেশটির সংবিধান বিরোধী বলে নির্দেশ জারি করে পাপুয়া নিওগিনির সর্বোচ্চ আদালত। ওইসব শরনাথী কারাগারে এখনও অন্তত ৮৫৪ জন শরনার্থী প্রাথী রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

২০০১ সালে পাপুয়া নিওগিনিতে ওই শরনাথী কারাগার চালু করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। পরে ২০০৮ সালে বন্ধ করে দেয়া হলেও ২০১২ সালে আবারও চালু করা হয়।