অবশেষে অভিবাসী ইস্যূতে সিদ্ধান্তে পৌঁছালো ইইউ

অবশেষে অভিবাসী ইস্যূতে সিদ্ধান্তে পৌঁছালো ইইউ

শেয়ার করুন

97f5345056a845c79e1ced11f8f9e4c4_18বিশ্বসংবাদ ডেস্ক :

দীর্ঘ ১০ ঘন্টা আলোচনার পর অবশেষে ব্রাসেলস শীর্ষ সম্মলনে অভিবাসী ইস্যূতে সিদ্ধান্তে পৌঁছেছে ইউরোপিয় ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিদ্ধান্তে পৌঁছানোর জন্য শুক্রবার ভোর পর্যন্ত আলোচনা চলে। তবে অভিবাসী ইস্যুতে সাহায্য না পেলে ব্রাসেলস সম্মেলনে নেয়া সিদ্ধান্তে ভেটো দেয়ার হুমকি দিয়েছে ইতালি।

সমূদ্রপথে আফ্রিকার দেশগুলো থেকে ইতালিতে পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী। ইইউ নেতারা বলেন সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ইইউ দেশগুলোতে সেচ্ছাশ্রমের ভিত্তিতে অভিবাসী কেন্দ্র খোলা হতে পারে। এই কেন্দ্রগুলোতে অবৈধ অভিবাসী, শরণার্থী ও কোন কোন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ইইউ দেশগুলোতে আশ্রয়াপ্রার্থীর সংখ্যাও সীমিত করার ব্যপারে কথা বলা হয়। সম্মেলন শেষে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপি কন্টি বলেন অভিবাসী ইস্যুতে ইতালী আর একা নয় তাদের সংগে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।