বিশ্বসংবাদ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে মারা গেছে কমপক্ষ ৪ জন। আহত হয়েছে আরো কয়েক জন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার উত্তর ক্যালিফোর্নিয়ার রেঞ্চো তেহামা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালানো হয়।
পুলিশ জানায়, সকালের দিকে বন্দুকধারী একটি বাসাবাড়ি থেকে গুলি ছুঁড়তে ছুঁড়তে বের হয়; পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলার পর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়।