উড়িষ্যায় একটি হাসপাতালে আগুন লেগে ২৪ জনের মৃত্যু

উড়িষ্যায় একটি হাসপাতালে আগুন লেগে ২৪ জনের মৃত্যু

শেয়ার করুন

_91962267_e93f9cd7-0774-4744-9b8b-b8f86654a54e

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের উড়িষ্যার ভুবনশ্বেরের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনার পর এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার ‘ভুবনেশ্বরের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড সাম হাসপাতালে’ স্থানীয় সময় রাত সাড়ে ৭ টার দিকে এই আগুন লাগে। এর পর পরই ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

_91960975_2836fc9e-ae9e-4454-a72e-a5b245ae913dহাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন সেখান থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ ও মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় অন্তত ৫শ রোগী হাসপাতালে ছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

_91962265_9f05099c-454c-4fda-bc9a-f94c7317b117ওইসব রোগীদের উদ্ধার করে অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে মৃত্যুবরণ করছে বলে ধারণা করা হচ্ছে।