দায়িত্ব নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

দায়িত্ব নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

শেয়ার করুন

_105026228_mediaitem105025567
বিশ্বসংবাদ ডেস্ক :

দায়িত্ব নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। অঙ্গীকার করেছেন বৈষম্য বা বিভেদ নিরসন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার।

মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ব্রাজিলকে দুর্নীতি, অপরাধ এবং অর্থনৈতিক অব্যাবস্থাপনা থেকে মুক্ত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। কংগ্রেস সদস্যদের প্রতি তাকে সব ধরণের সহযোগিতার আহ্বান জানান বোলসোনারো।

৬৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বামপন্থি ওয়ার্কার্স পার্টির নেতা ফার্ন্দান্দো হাদ্দাদকে বিশাল ব্যবধানে হারান। বোলাসোনারোকে অভিনন্দন জানিয়ে ব্রাজিলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ হাঙ্গেরি ও পর্তুগালের প্রেসিডেন্ট।