বিশ্বসংবাদ ডেস্ক:
উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমোভ মারা গেছেন। শুক্রবার উজবেক সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুকালে করিমোভের বয়স হয়েছিল ৭৮ বছর। গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ আগস্টের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না।
উজবেকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, করিমোভের নিজের শহর সামার খন্দে শনিবার তাঁর মরদেহ দাফন করা হবে। করিমোভ গত ২৫ বছরের বেশি সময় ধরে উজবেকিস্তান শাসন করে এসেছেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর, সেখান থেকে বেরিয়ে আসা উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক এই কমিউনিস্ট নেতা। এরপর দেশটিতে আর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ক্ষমতায় আসার পর তার সমালোচক এবং রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠাতে শুরু করেন। তার শাসনামলে অনেককে নির্বাসনেও পাঠানো হয়েছে।
করিনোভের মৃত্যুর পর, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দুই নেতার নাম শোনা যাচ্ছে। এরা হলেন বর্তমান প্রধানমন্ত্রী শাভকাত মিরজিয়ায়েভ ও ডেপুটি প্রধানমন্ত্রী রুস্তাম আজিমভ।