।। এটিএন টাইমস ইন্টারন্যাশনাল ডেস্ক ।।
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএস-এর হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। শনিবার প্রকাশিত এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তায় বাইডেন প্রশাসন এ পরামর্শ দেন। বিবিসি জানায়, শনিবার দুতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের বিমানবন্দর থেকে দ‚রে থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ফটকের বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।
ফলে মার্কিন নাগরিকদের নিরাপদ দ‚রত্বে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া শুধু মার্কিন সরকারের অনুমতিক্রমেই যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক বিমানবন্দর এলাকায় যেতে পারবেন বলে সতর্কবার্তায় আরও জানান হয়।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ বিমানবন্দরে যাওয়ার বিকল্প রাস্তার বিষয়টি পর্যালোচনা করছে।
আইএস-এর হামলার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর চেয়ে বেশি তথ্য দেয়া হয়নি এবং জঙ্গি গোষ্ঠীটির দিক থেকেও কাবুলে হামলা করার কোনও রকম ঘোষণা আসেনি।
শনিবার যুক্তরাষ্ট্রের এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন হাজার হাজার মানুষ আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছে এবং বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খলা ও মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। তবে এর আগে থেকেই প্রতিদিন বিমানবন্দরে মানুষ ভিড় করছে কোনও একটি বিমানে উঠে দেশ ছাড়ার সুযোগ পাওয়ার আশায়। যুক্তরাষ্ট্র ও তাদের জোটের সঙ্গে যারা কাজ করেছে অথবা যারা মানবাধিকারের মতো বিষয় নিয়ে কাজ করেছে, তারা মনে করেন দেশ ছাড়তে না পারলে তালেবানের রোষের শিকার হবেন তারা।
শনিবার বিমানবন্দরের প্রবেশপথের পরিস্থিতি আসলে কী ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিনিধি স্টুয়ার্ট রামসে জানান বিমানবন্দরে হাজার হাজার মানুষের জটলার সামনের সারিতে থাকা অনেক মানুষ ‘পিষ্ট হয়ে মারা গেছে।’ তার বর্ণনা মতে, এটি ছিল ‘এখন পর্যন্ত নিকৃষ্টতম দিন’ এবং তাদের বিশ্বাস ঘটনাস্থলে অনেক মানুষ মারা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সবচেয়ে বড় হুমকি এখন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তানের শাখা, যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালাতে পারে। সেরকম কিছু ঘটলে কেবল যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে না, তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারণাও চোট পাবে।
পেন্টাগনের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যেসব মার্কিন নাগরিকের যথাযথ সনদ আছে তাদের ঢোকার সুযোগ করে দিতে সেগুলো সাময়িকভাবে খুলে দেওয়া হবে।
এই সতর্কতার কারণ হিসেবে কাবুল বিমানবন্দরে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মাত্রা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন কর্মকর্তারা। আফগানিস্তানজুড়ে খাবারের অভাব বেড়ে যাওয়ার কথাও তারা বলেছেন।
অন্যান্য দেশও কাবুল বিমানবন্দর ও কাবুলের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা জারি করেছে।
জার্মানি সরকারের এক বিবৃতিতে বলা হয়, কাবুল বিমানবন্দর “অত্যন্ত ঝুঁকিপ‚র্ণ অবস্থায় রয়েছে এবং বিমানবন্দরে প্রবেশ প্রায় অসম্ভব”।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি ‘উল্লেখ যোগ্য মাত্রায় খারাপ হয়েছে’ এবং কাবুল থেকে একটি ভাড়া করা বিমানে নাগরিকদের বের করে আনার প্রক্রিয়া বাতিল করেছে তারা।তালেবান বাহিনী কাবুল ও বিমানবন্দরের চারপাশের এলাকা নিয়ন্ত্রণ করছে। আর বিমানবন্দরের ফটক দিয়ে ভেতরে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা।
পেন্টাগনের জয়েন্ট স্টাফ মেজর জেনারেল উইলিয়াম টেইলর শনিবার বলেন, কাবুল বিমানবন্দরে সামরিক বাহিনীর কমান্ডাররা যথাযথ কাগজপত্রসহ আসা মার্কিন নাগরিক, আফগান মিত্র ও অন্য বিদেশিদের ‘হিসাব’ রাখছে এবং তাদের পরিচয়গুলো যাচাই করে দেখা হচ্ছে।
তিনি জানান, শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০০ যাত্রীকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অর্ধেকই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে দুই দিন আগে এই সংখ্যা ছিল ৬ হাজার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হিসাব দিয়েছিলেন, আফগানিস্তানে ১০ থেকে ১৫ হাজার মার্কিন নাগরিক অবস্থান করছিলেন, তবে এখনও কতজন রয়ে গেছেন, তারা হালনাগাদ কোনো হিসাব তারা জানাতে পারেননি।
তালেবান বন্দুকধারীদের মারধর এবং কাঁদুনে গ্যাস সহ্য করেও বহু আফগান স্ত্রী-সন্তান নিয়ে বিমানবন্দর এলাকায় ভিড় করে আছে এই আশায় যে কোনো না কোনোভাবে তারা হয়ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে চড়ার সুযোগ পাবে। এসব উড়োজাহাজে মার্কিন নাগরিক ও তাদের আফগান মিত্রদের সরিয়ে নেয়া হচ্ছে।
দুই বছরের একটি শিশু শনিবার সকালে বিমানবন্দরের একটি ফটকে পদদলিত হয়ে মারা যায়। মেয়েটির মা কাবুলে একটি মার্কিন প্রতিষ্ঠানের সাবেক কর্মী।
ভিড় করে থাকা মানুষ যখন ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করছিলো, তাদের ধাক্কায় তিনি পড়ে যান এবং তার মেয়ে পদপিষ্ট হয়। ওই ঘটনার পরই বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কবার্তা আসে।
দেশ ছাড়ার চেষ্টায় এই আফগান জনস্রোত সামলাতে হিমশিম অবস্থায় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন আফগানিস্তানের বাইরে থেকে বাণিজ্যিক বিমানসংস্থাকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে, যাতে তারা আরও বেশি আফগান শরণার্থীকে বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিয়ে যেতে পারে।
মার্কিন কর্মকর্তারা জানান, এ উদ্যোগে ২০টি বিমান পরিবহন সংস্থাকে যুক্ত করা হতে পারে এবং তারা কাতার, বাহরাইন, ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এসব আফগান শরণার্থীকে পৌঁছে দেবে এবং সেখান থেকে অন্য দেশগুলোতে তাদের পুনর্বাসনের জন্য নিয়ে যাবে।
পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি শনিবার বলেন, বৃহস্পতিবারের পর আর কোনো মার্কিন নাগরিককে হেলিকপ্টারে করে কাবুল থেকে বিমানবন্দরে পৌঁছে দিতে হয়নি। তবে ভবিষ্যতে আর এমন অভিযান পরিচালনার সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আইএস সামরিক বা বাণিজ্যিক উড়োজাহাজে হামলা চালাতে পারে, এমন একটি হুমকি নিয়ে তারা উদ্বিগ্ন।
এদিকে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার শনিবার কাবুলে পৌঁছেছেন। তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং অন্য রাজনীতিকদের সঙ্গে আলোচনা শুরু করছেন বলেও ধারণা করা হচ্ছে।তালেবানের সংস্কৃতি বিষয়ক কমিটির উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসেক বলেছেন, “এখন দর কষাকষি চলছে”।
কাবুলের বাড়ি বাড়ি গিয়ে তালেবান বন্দুকধারীরা সেই সব আফগানদের খুঁজছে, যারা যুক্তরাষ্ট্র সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছেন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পক্ষে ছিলেন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির হিসাবে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৩ লাখের বেশি আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের একটি ছোট অংশই কেবল মার্কিন সহায়তায় আফগানিস্তান থেকে সরে যাওয়ার সুযোগ পাবেন।
বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, ঠিক কতজন মার্কিন নাগরিক কাবুলে আটকা পড়েছেন এবং আফগানিস্তান ছেড়ে আসার চেষ্টা করছেন, তার নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত তাদের জানা নেই।
পেন্টাগন জানিয়েছে, জুলাইয়ের শেষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ২২ হাজার লোককে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার মানুষকে সরানো হয়েছে ১৪ আগস্টের পর।