বান্দরবানে চাঁদা কালেক্টরকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে সন্ত্রাসীরা

বান্দরবানে চাঁদা কালেক্টরকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে সন্ত্রাসীরা

শেয়ার করুন

 

Bandarban

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে অনুমং মারমা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শ‌নিবার (৫ মার্চ) দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনুমং পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠ‌ন জেএসএসের মূল দ‌লের সশস্ত্র গ্রু‌পের চাঁদা কালেক্টর বলে জানা গেছে। তবে ঘটনার পর তার লাশ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে পাড়ার লোকজন জানিয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ভয়ে নয়াপাড়ার পুরুষ লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দুপু‌র সাড়ে ১২টায় নয়াপাড়ার কা‌ছে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো অনুমং। সেখানে অতর্কিত ভাবে সন্ত্রাসীরা হানা দিয়ে তাকে গুলি করে। পরে তার লাশ নিয়ে যা সন্ত্রাসীরা। পাহা‌ড়ের আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে এই হত্যাকাণ্ড হতে পারে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন এর আগে আওয়ামী লীগের স্থানীয় সমর্থক মং মং মারমা হত্যাকান্ডের সাথে অনুমং জড়িত ছিল। তবে কারা অনুমংকে হত্যা করেছে এ বিষয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি। বান্দরবা‌নের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার অ‌শোক কুমার পাল জানান খবর পাওয়ার পর ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।