আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অভিযান শুরু

আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অভিযান শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা পৌনে ১২টায় উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। ওই এলাকার চারটি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোতে থাকা অনুমোদনহীন ৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শুরু হয় ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউয়ের প্লাটিনাম রেসিডেন্স দিয়ে, যেখানে আবাসিক ভবনে অবৈধভাবে হোটেল পরিচালনা করা হচ্ছিল।

রাজউক থেকে হোটেল পরিচালনার অনুমতিপত্র দেখাতে না পারায় একদিনের মধ্যে অতিথিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশপাশি ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পরে একই সড়কের আবাসিক ভবনগুলিতে থাকা এভারেস্ট রেস্তোরাঁ, স্পাইসি বাইটস, অপি’স ডেন্টাল ক্লিনিক, কুমিল্লা রসমালাই-সুইটস অ্যান্ড বেকারি, নান্না বিরিয়ানি, মেগা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও লৌহজং টায়ার অ্যান্ড ব্যাটারি নামের প্রতিষ্ঠানের বাণিজ্যিক সাইনবোর্ড নামিয়ে প্রতিষ্ঠান বন্ধ করতে নির্দেশ দেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।