এক বছর ধরে শিকলবন্দি এক যুবক

এক বছর ধরে শিকলবন্দি এক যুবক

শেয়ার করুন

faridpur nurul islam pic

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
ফরিদপুরের সদরপুরে দীর্ঘ ১ বছর যাবত শিকল বন্দি অবস্থায় মানবেতর ভাবে দিন
কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁর নাম নুরুল ইসলাম (৩৭)। তিনি
সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাছের ডাঙ্গী গ্রামের সাবেক সেনা
সদস্য মোয়াজ্জেম বেপারীর পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে,
২০০৭ সাল থেকে নুরুল ইসলামের মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময়
তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু সুস্থ্য না হওয়ায় নানা ধরনের পাগলামী
শুরু করে। একসময় তার পাগলামীর মাত্রা বেড়ে যায়। উপায়ন্তর না দেখে পরিবারের
লোকজন তাঁকে শিকল বন্ধি করে রাখে। বর্তমানে তিনি এক বছর ধরে শিকল বন্ধি
অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা আরো জানান, নুরুল ইসলাম গত এক বছর ধরে বেশ পাগলামী
শুরু করে। তাঁকে বেঁধে না রাখলে তিনি ঘর বাড়ীর জিনিষপত্র ভাংচুর করেন। মানুষকে
মারধোর করে্ন। পরিবারের লোকেরা তাই বাধ্য হয়েই তাঁকে বেঁধে রেখেছে। নুরুল
ইসলামের স্ত্রী সালমা বেগম জানান, তিনি তাঁর অসুস্থ্য স্বামী ও দুই পুত্র আহাদ
বেপারী (১০) ও আরাফাত বেপারী (৭) কে নিয়ে বর্তমানে মানবেতর ভাবে দিন
কাটাচ্ছেন। সংসারের হাল ধরা এবং উপার্জনক্ষম কেউ না থাকায় স্বামী সন্তান
নিয়ে সে খুব খারাপ অবস্থায় রয়েছেন। মানুষের কাছ থেকে চেয়ে চিন্তে যা পান
তা দিয়েই স্বামীর চিকিৎসা কোন রকমে করাতে পারছেন। আর টাকার অভাবে দুই
ছেলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। সালমা বেগম তাঁর স্বামীর চিকিৎসা এবং
ছেলেদের পড়ালেখার খরচ মেটাতে বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।