১৬০ কোটি ডলার জরিমানা ও তদন্তের মুখে ফেসবুক

১৬০ কোটি ডলার জরিমানা ও তদন্তের মুখে ফেসবুক

শেয়ার করুন

29FACEBOOK01-jumbo
বিশ্বসংবাদ ডেস্ক :

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন। ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় তদন্তের ফলে ফেসবুককে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার জরিমানা গুনতে হতে পারে। এখবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আয়ারল্যান্ডের কমিশন এক বিবৃতিতে জানায়, এই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে ফেসবুক জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন জিডিপিআর। ফেসবুক এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ইউরোপীয় আইন জিডিপিআর এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেসব কোম্পানি ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা দিতে ব্যর্থ হয় সেগুলোর বিরুদ্ধে বড় অংকের জরিমানা শাস্তির বিধান রয়েছে।