রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

শেয়ার করুন

181003110828-02-nobel-prize-chemistry-2018-1003-illustration-exlarge-169বিশ্বসংবাদ ডেস্ক :

নতুন উৎসেচকের বিবর্তন ও অ্যান্টিবডি তৈরীতে অসামান্য অবদানের জন্য এ বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস এইচ আর্নল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইনটার।

প্রাইজ মানি হিসেবে  ৭ লাখ ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড পাচ্ছেন এই তিন বিজ্ঞানী। এর অর্ধেক অর্থ পাচ্ছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ফ্রান্সিস এইচ আর্নল্ড তার উৎসেচক ও প্রটিনের বিবর্তনে কাজের জন্য। এই বিবর্তনের মধ্য দিয়ে তরান্বিত হয় রাসায়নিক বিক্রিয়া।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজদানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। আগামী শুক্রবার শান্তি এবং ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষনা করবে রয়েল সুইডিস একাডেমি।