মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিকল্প হিসেবে ইরানে নতুন অ্যাপ উদ্বোধন

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিকল্প হিসেবে ইরানে নতুন অ্যাপ উদ্বোধন

শেয়ার করুন

0a24df83a5e74306ad911fa6850a54be_18বিশ্বসংবাদ ডেস্ক :

বর্তমানে নিষিদ্ধ মোবাইল মেসেঞ্জার টেলিগ্রামের ব্যাবহার নিরুৎসাহিত করতে নতুন মেসেজিং অ্যাপ সোরুশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ইরান সরকার।

সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে তৈরি এ অ্যাপে টেলিগ্রামের বেশিরভাগ ফিচারই রয়েছে। ২০১৭ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিগ্রাম নামের এই অ্যাপটি বহুলভাবে ব্যবহৃত হয়েছিল। ইরানে টেলিগ্রামের পরিচালনা বন্ধ করার উদ্দেশ্যেই এর লাইসেন্স বাতিল করতে ন্যাশনাল সাইবার স্পেস সেন্টার এ সিদ্ধান্ত নিয়েছে। এজন্যই মুলত: সোরুশকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার জানিয়েছে, ইরানে টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি, টেলিগ্রামের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে। এই কোম্পানি ইরানে ইরানজুড়ে টেলিযোগাযোগ অবকাঠামো সেবা দিয়ে থাকে।