মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালান আর নেই

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালান আর নেই

শেয়ার করুন

_103878041_gettyimages-526380826-1বিশ্বসংবাদ ডেস্ক :

মারা গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। নন হজকিন্স লিম্ফোমা রোগে ভুগছিলেন তিনি।

দু সপ্তাহ আগে রোগটি আবার ফিরে আসার কথা প্রকাশ করেন তিনি। এর আগে ২০০৯ সালে এই রোগের জন্য চিকিৎসা নিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন তিনি ও তাঁর চিকিৎসকরা তাঁর রোগের চিকিৎসার ব্যাপারে আশাবাদী।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন তাঁর এক অতি প্রিয় বন্ধুকে হারালেন তিনি। তিনি বলেন অ্যালানকে ছাড়া ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের এতো অভূতপূর্ব উন্নতি হতো না। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর দিয়ে তার বোন জোডি তাঁকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করেন।