প্রাথমিক স্তর থেকে তথ্য-প্রযুক্তি শিক্ষা দেওয়ার পরিকল্পনা: জয়

প্রাথমিক স্তর থেকে তথ্য-প্রযুক্তি শিক্ষা দেওয়ার পরিকল্পনা: জয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক স্তর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর এক্ষেত্রে বিদ্যমান বাধা দূরের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর দ্বিতীয় দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তির মহা-সম্মিলন মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। চার দিনব্যাপী এই সম্মিলনে কি-নোট উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়।
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রকৌশলীদের জন্য আগামীর ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, এজন্য নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষ আইটিতে দক্ষ হয়ে উঠবে।

বর্তমানে অন্যান্য শিল্পের মূল চালিকা শক্তি হিসেবে আইটি কাজ করছে জানিয়ে জয় বলেন, প্রত্যেক শিল্পের জন্য ভিত্তি হিসেবে কাজ করবে আইটি শিল্প।