নিল আর্মস্টং এর স্পেস স্যুট প্রদর্শণী

নিল আর্মস্টং এর স্পেস স্যুট প্রদর্শণী

শেয়ার করুন

a19730040000-nasm2018-02096
বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের স্মিথসনিয়ান এর এয়ার এন্ড স্পেস মিউজিয়ামে মঙ্গলবার প্রদর্শিত হলো চাঁদে পদার্পনকারী প্রথম মানব নিল আর্মস্টং এর স্পেস স্যুট।

মহাকাশ যান অ্যাপলো ১১ এর চাঁদের উদ্দেশে রওনা হবার ৫০ বছর পুর্তী উপলক্ষে এই আয়োজন করা হয়।  গত ১৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হলো নিল আর্মস্ট্রং এর স্পেস স্যুটটি। প্রদর্শনীতে স্পেস স্যুটটি উন্মোচন করেন নিল আর্মস্ট্রং এর ছেলে রিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তিনি বলেন, ৬০ এর দশকে যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন সংকটে দ্বিধা বিভক্ত, ঠিক তখনই আর্মস্ট্রং এর চাঁদে পদার্পণের গর্বে আবারো একীভূত হয় এ দেশ। গত ১৩ বছর এই স্পেস স্যুটটি ছিলো একটি গবেষণার বস্তু। এই স্পেস স্যুটটির ডিজাইনার ও নির্মাতার সক্ষাৎকার এবং এর নির্মাণ সামগ্রী নিয়ে গত ১৩ বছর ধরে চলে ব্যাপক গবেষণা।