কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীনের

কৃত্রিম চাঁদ বানাচ্ছে চীনের

শেয়ার করুন

thatsnomooncবিশ্বসংবাদ ডেস্ক :

একটি কৃত্রিম চাঁদ তৈরির পরিকল্পনা করছে চীন। চীনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরে অবস্থিত তিয়ানফু নিউ ডিস্ট্রিক্ট সিস্টেম সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের প্রধান ইউ চুনফেং জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে তারা তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন।

সেগুলো কোন কক্ষপথে, কীভাবে রাখা হবে তাও আগামী দুই বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর ২০২২ সালে ওই তিনটি কৃত্রিম চাঁদ মহাকাশে পাঠানো হবে।

দেশটির একটি শহরে উক্ষপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকা আলোকিত করবে। চেংডু শহরের বিদ্যুৎ খরচ তখন ১৭০ মিলিয়ন ডলার কমে যাবে।