ইয়াহুর অর্ধকোটি গ্রাহকের তথ্য চুরি

ইয়াহুর অর্ধকোটি গ্রাহকের তথ্য চুরি

শেয়ার করুন

_90508261_yahoologoflickrবিশ্ব সংবাদ ডেস্ক:

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। তথ্য প্রযুক্তিবিদরা এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হিসেবে দেখছেন।

বৃহষ্পতিবার ইয়াহু জানায়, ২০১৪ সালে এসব অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনা ঘটে। গ্রাকদের চুরি হয়ে যাওয়া তথ্যের মধ্যে রয়েছে ইয়াহু অ্যাকাউন্টধারীর নাম, ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নম্বর, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড ।

তবে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য এবং অরক্ষিত পাসওয়ার্ড চুরি হয়নি বলে ইয়াহুর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার হামলার পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে।

বিবিসি জানায়, গত জুলাইয়ে ৪৮০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয় যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন। এর আগে গত আগস্টে ‘পিস’ নামের এক হ্যাকার কর্তৃক সাইবার হামলার খবর ছড়িয়ে পড়ে ছিল।