আবারও চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত

আবারও চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত

শেয়ার করুন

50334653_303বিশ্বসংবাদ ডেস্ক :

গত বছরের ব্যর্থ মিশনের পর আগামী বছর আবারও চাঁদে স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। বুধবার ব্যাঙ্গালোরে এক সংবাদ সম্মেলনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরোর চেয়ারম্যান কে শিভান ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের পরিকল্পনা ঘোষণা করেন।

কে শিভান জানান, সরকারের সম্মতি পাওয়ার পর তৃতীয় জিওসিনক্রোনাস স্যাটেলাইট চন্দ্রযান-৩ মহাকাশে পাঠানো নিয়ে প্রস্তুতি শুরু করেছে ইসরো। কে শিভান বলেন গত বছর চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, চন্দ্রযান-৩কে সেখানেই ল্য়ান্ড করানো হবে।

চন্দ্রযান ৩-এর পাশাপাশি গগনায়ণ মিশনের কাজও চলছে বলেও তিনি জানান। গগনায়ন মিশনের জন্য ৪ মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে। চলতি মাসেই রাশিয়ায় তাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ শুরু হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে অবতরণ করতে চেয়েছিল ভারত। গত বছর জুলাই মাসে শেষ মুহুর্তে তাদের সে স্বপ্ন ব্যর্থ হয়।